সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি কর্তৃক সংবর্ধনা প্রদান করা হয়েছে এন টিভি ইউরোপের নর্দাম্পটন প্রতিনিধি এম এ ফাত্তাহ চৌধুরী ফয়ছল কে।শনিবার রাত ৯:০০ ঘটিকায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক উৎসবমূখর পরিবেশে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে কার্যকরী কমিটির সদস্য মাসুম হেলালের উপস্থাপনায় আলোচনা সভায় অংশগ্রহন করেন সহ-সভাপতি আল-হেলাল,সাধারন সম্পাদক হিমাদ্রী শেখর ভদ্র,সাবেক সাধারন সম্পাদক মাহবুবুর রহমান পীর,যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম,কার্যকরী কমিটির সদস্য দিলাল আহমদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোয়ার চৌধুরী,সাধারন সদস্য শামছুল কাদির মিছবাহ,শাহাবুদ্দীন,দেওয়ান তছদ্দুক রেজা ইমন,আশিকুর রহমান পীর,কামরুল হাসান চৌধুরী,মাসুক মিয়া,অরুন চক্রবর্তী,কর্ন বাবু দাস,মুশাহিদ রাহাত,আল আমিন,লুৎফুর রহমান, শাহরিয়ার সুমন।
উল্লেখ্য প্রতিভাবান সাংবাদিক এম এ ফাত্তাহ চৌধুরী ফয়ছল ইতিপূর্বে যুক্তরাজ্যের বার্মিংহাম সিটির ক্রাউন ব্যাংকুইটিং হলে অনুষ্ঠিত এন টিভি ইউরোপ আয়োজিত বিজনেস ফ্রেন্ডস অব এন টিভি রিকগনিশন অ্যাওয়ার্ড-২০১৮,নিউজ রিপোর্টার অব দ্যা ইয়ার-২০১৮,আউটস্ট্যান্ডিং সার্বিস টু দ্যা কমিউনিটি-২০১৭ লাভ করেন।
এন টিভি ইউরোপ এ সাংবাদিকতার পাশাপাশি তিনি নর্দাম্পটন বাংলা স্কুল এবং আল জামাতুল মুসলিমিন অব বাংলাদেশ ইভনিং মাদ্রাসায় শিক্ষকতা করছেন।
তাছাড়া তিনি ২০০৯ সালে যুক্তরাজ্য গমনের পূর্বে সুনামগঞ্জের মইনুল হক কলেজে ও জগন্নাথপুর কলেজে প্রভাষক হিসাবে কর্মরত ছিলেন।তিনি সুনামগঞ্জ পৌরসভার ষোলঘর সুরমা আবাসিক এরিয়ার মরহুম মাওলানা আব্দুর রহিম এর ছেলে।