দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

চতুর্থ ধাপে আজ রবিবার কিশোরগঞ্জের তিনটি উপজেলার ২২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে হোসেনপুর উপজেলার ৬টি, কটিয়াদী উপজেলার ৯টি ও ভৈরব উপজেলার ৭টি ইউনিয়ন। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত।

বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ভোটকেন্দ্রের বাইরেও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি কেন্দ্রেই পুলিশ ও আনসার সদস্যদেরকে কঠোর অবস্থানে দেখা গেছে। ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে বিজিবির সদস্যরা টহল দিচ্ছেন।

যেসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেগুলো হলো হোসেনপুর উপজেলার জিনারী, সিদলা, গোবিন্দপুর, আড়াইবাড়িয়া, পুমদী ও সাহেদল। কটিয়াদী উপজেলার আচমিতা, মুমুরদিয়া, মসূয়া, লোহাজুরী, সহস্রাম ধুলদিয়া, চান্দপুর, করগাঁও, জালালপুর ও  বনগ্রাম। ভৈরব উপজেলার
শিবপুর, কালিকাপ্রসাদ, শিমুলকান্দি, আগানগর, শ্রীনগর, গজারিয়া ও সাদেকপুর।

হোসেনপুর উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৮জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৬৯জন ও সাধারণ মেম্বার পদে ২১১জন প্রার্থী, কটিয়াদী উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫০জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১২৭জন
সাধারণ মেম্বার পদে ৩৮২জন প্রার্থী এবং ভৈরব উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৬জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৭৮জন ও সাধারণ মেম্বার পদে ২৪৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version