সম্প্রতি কক্সবাজারের সমুদ্র সৈকতে নারী পর্যটককে ধ;;র্ষ;ণের ঘটনা ক্রমেই ভিন্ন দিকে মোড় নিচ্ছে। ধ;;র্ষ;ণের শিকার নারী নিজেই ফেঁসে যাচ্ছেন অভিযোগের জালে। আগেই জানা গেছে, ধ;;র্ষ;ক আশিকের সঙ্গে পূর্বপরিচয় আছে তার। এখন জানা গেল- আশিকের সঙ্গে তাল মিলিয়ে কক্সবাজারের হোটেলগুলোতে যৌ;;নকর্মী সাপ্লাই দিতেন ঐ নারী পর্যটক। এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপাত মো. হাসানুজ্জামান।
এ সময় তিনি জানান, প্রাথমিক অনুসন্ধান, ভুক্তভোগী নারী ও মামলার বাদীকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানা গেছে। আরো কিছু চাঞ্চল্যকর তথ্য অধিকতর তদন্তের স্বার্থে এই মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না।
এদিকে র্যাব ও পুলিশের তথ্য অনুযায়ী, ধ;;র্ষ;ণের শিকার নারী গত তিন মাস ধরেই কক্সবাজারে অবস্থান করছেন। স্বামী-সন্তানসহ জেলার ৭টি হোটেলে রাত্রিযাপন করেছেন তিনি। মাঝে কয়েকবার ঢাকায় গেলেও অল্প সময়েই আবার ফিরে আসেন কক্সবাজারে।
এ সময় নাম না প্রকাশের শর্তে এক ব্যবসায়ী জানান, স;ন্ত্রা;সী আশিক ও তার গ্রুপ হোটেল-মোটেল জোনে ই;য়া;বা-ম;দ সাপ্লাই দেয়। তাদের পক্ষ থেকেই দীর্ঘদিন বিভিন্ন হোটেলে যৌ;;নকর্মী সাপ্লাই দিতেন ঐ নারী পর্যটক।