মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত সাধারণ ও সংরক্ষিত আসনের সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (ডিসেম্বর-২৫) সকালে উপজেলা হলরুমে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কালকিনি উপজেলা নির্বাহী অফিসার দীপংকর তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে ও উপজেলা সহকারী ভূমি কমিশনার সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ।
এসময় আরোও উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মোসাঃ তাহমিনা বেগম, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌরসভা মেয়র এস এম হানিফ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আওলাদ হোসেন মাষ্টার, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল সরদার, উপজেলা কৃষি অফিসার মিল্টন বিশ্বাস ও অন্যান্যরা।