মাদক মামলায় আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর থেকে বলিউড বাদশা শাহরুখ খানের গোটা শুটিং শিডিউলটাই যেন এলোমেলো হয়ে গেছে। মাঝে শোনা গিয়েছিল সালমান খানের ‘টাইগার ৩’ এর কাজ নতুন বছরের শুরুতেই শুরু করবেন শাহরুখ।
তবে শাহরুখ-সালমান একসঙ্গে কাজ করলেও তা এখন নয়। বরং তার আগে ‘পাঠান’ এর শুটিং শুরু করবেন বাদশা খান।
আরিয়ান গ্রেফতার হওয়ার সময় ‘পাঠান’ এর শুটেই ছিলেন শাহরুখ। তড়িঘড়ি তা শেষ করে ফিরে আসেন মুম্বাই। তারপর নিয়েছিলেন ২ মাসের একটা লম্বা ব্রেক। গত সপ্তাহেই একটি বিজ্ঞাপনের শুটে প্রথম দেখা যায় বাদশাকে। সেই সেটও নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে দেওয়া হয়েছিল। প্রায় বিকেল সাড়ে ৪টা নাগাদ সেটে পৌঁছান শাহরুখ।
আপাতত পাওয়া খবর অনুযায়ী ‘পাঠান’ এর কাজই আগে শুরু করবেন শাহরুখ খান। তারপর ফেব্রুয়ারিতে সালমানের ‘টাইগার ৩’ এর শুটিং করবেন। একইসাথে স্থগিত রাখা আছে কিং খানের হোম প্রোডাকশনের সিনেমা ‘আটলি’র শুটিং। মাঝে শাহরুখের বডি ডাবল দিয়ে শুটিং চালানো হয়েছিল কয়েক সপ্তাহ।
সূত্র: হিন্দুস্তান টাইমস।