ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিখোঁজ বরগুনার দুই যমজ শিশুর মরদেহ শনাক্ত করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় বরগুনা জেনারেল হাসপাতালের মর্গ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুদের মামার কাছে মরদেহ হস্তান্তর করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. লুৎফর রহমান। মামা তার কাঁধে করে দুই শিশু ভাগ্নির মরদেহ নিয়ে বের হন।
শনাক্ত হওয়া দুই শিশু হলো বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা এলাকার রফিকুল ইসলামের যমজ শিশু কন্যা লামিয়া আক্তার (৪) ও সামিয়া আক্তার (৪)।
এর আগে শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৩৭ মরদেহ বুঝে পায় বরগুনা জেলা প্রশাসন। তাদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত করে রাতেই তাদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
যমজ দুই শিশু লামিয়া ও সামিয়ার মামা আবদুল হান্নান বলেন, আমার যমজ দুই শিশু ভাগ্নির লাশ শনাক্ত করতে পেরেছি। লাশ বুঝে পেয়েছি। নিজেরা নিয়ে পারিবারিকভাবে দাফন-কাফনের ব্যবস্থা করব।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, লামিয়া ও সামিয়া নামের যমজ দুই শিশুর মরদেহ শনাক্ত হওয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।