বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সেখানেই বিসিবির বিভিন্ন কমিটি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবর্তন হয়েছে প্রায় প্রতিটি কমিটিতেই। সভা শেষে সন্ধ্যায় তৃতীয় মেয়াদের বিসিবির নতুন কমিটি ঘোষণা করেছেন নাজমুল হাসান পাপন।
আকরাম খানের ছেড়ে দেওয়া ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান হয়েছেন জালাল ইউনুস। তার সহকারী হিসেবে থাকবেন খালেদ মাহমুদ সুজন। মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হয়েছেন তানভির আহমেদ টিটু, ভাইস চেয়ারম্যান হয়েছেন জালাল ইউনুস। এই কমিটির আগের চেয়ারম্যান ছিলেন জালাল।
গেম ডেভলপমেন্ট চেয়ারম্যান হিসেবেই থাকছেন সুজন। এই কমিটিতে নতুন মুখ ফাহিম সিনহা। তিনি গেম ডেভলপমেন্টে সুজনের সহযোগী হিসেবে থাকবেন। হাই পারফরম্যান্স কমিটির চেয়ারম্যান হিসেবে বহাল থাকছেন নাইমুর রহমান দুর্জয়। সেই কমিটির ভাইস চেয়ারম্যান হয়েছেন আকরাম খান।
এ ছাড়া টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হয়েছেন সাজ্জাদুল আলম ববি। তার সহযোগী খালেদ মাহমুদ সুজন। ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে আকরামকে। এ ছাড়া বাংলাদেশ জাতীয় দলের ছায়া দল বাংলা টাইগার্সের চেয়ারম্যান করা হয়েছে কাজী এনাম আহমেদকে।
স্কুল ক্রিকেটের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ওবেদ নিজাম। সেখানে তার সহকারী টিটু। আম্পায়ার্স কমিটিকে নতুন করে সাজানো হয়েছে। এই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ইফরতেখার আহমেদ মিঠু।
এ ছাড়া কাজী এনাম আহমেদকে সরিয়ে ক্রিকেট কমিটি অব মেট্রোপলিসের চেয়ারম্যান করা হয়েছে সালাউদ্দিন চৌধুরিকে। মার্কেটিং ও কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান হিসেবে স্বপদে থাকছেন শেখ সোহেল। তিনি বিপিএলের গভর্নিং কমিটির চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করবেন।