সিজারিয়ান অপারেশনে মা ও নবজাতক ছেলের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রাজধানীর খিলক্ষেতে আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
নিহতের স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে অপারেশন টেবিলে চিকিৎসকদের ‘অদক্ষতায়’ নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভোলানাথপুরের ওসমান মিয়ার স্ত্রী শিখা ও তার নবজাতক ছেলে মারা যায়।
তাদের অভিযোগ, নবজাতকের গালে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্বজনরা হাসপাতালের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন। আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালের রিসিপশন থেকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। তবে এ বিষয়ে তারা কোনো মন্তব্য করতে আগ্রহী নন বলে জানান।
এ বিষয়ে খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) বদরুল রহমান বলেন, এ ঘটনায় থানায় বৃহস্পতিবার একটি মামলা হয়েছে। মামলা নম্বর ১৭।
এদিকে, ডিএমপির ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত জোনের এডিসি ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ইতোমধ্যে মামলা হয়েছে ও ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।