রাজধানীর পল্টন থানার অলিম্পিক ভবনের সামনে গাড়ির ধাক্কায় এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই তরুণের পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩৫ বছর।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতুব্বর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি। সেখানে সড়কের মাঝে ওই তরুণকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, কোন গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে তা আশপাশের কেউ জানাতে পারেনি। তবুও গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। নিহতের পরনে জিন্স প্যান্ট ও অ্যাশ কালারের গেঞ্জি ছিল।