মোঃ মহিবুল ইসলাম, বরগুনা প্রতিনিধিঃ পাথরঘাটা উপজেলার আজিমপুর গ্রামে জমি থেকে জোর পূর্বক গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২৩ ডিসেম্বর পাথরঘাটা উপজেলার আজিমপুর গ্রামের ৭নং ওয়ার্ডে হাশেম বিশ্বাস মেয়ে তহমিনা বেগম ও তার বোন মিনারা তার বাবার সম্পত্তির আশং বুঝে চায়।
তারা আরও জানায় তার চাচাতো ভাই ও জামাই ৪,
৫০ বছর দরে জোর করে দখল করে ভোগ করে।
তার পরে তারা মামলা করে। তার পরে পাথরঘাটা থানা বসে সালিশ হয়। সালিশ মানলেও তারা জমি বুঝিয়ে দেওয়া হয় নায়।
এ ঘটনার পরে ২৩ ডিসেম্বর সকাল ৮.০০ টায় এলাকার মৃত হামেজ বিশ্বাসের পুত্র সোবাহান বিশ্বাস ও আবেদ বিশ্বাস ও মৃত খালেক বিশ্বাসের জামাই মোঃ লিটন জোর পূর্বক তহমিনা বেগম ও মিনারা বেগমের জায়গা থেকে মেহগণি গাছ কেটে নিয়ে যায়।
তহমিনা বেগম ও মিনারা বেগম গাছ কাটতে বাধা প্রদান করতে গেলে উল্লেখিত ব্যক্তিরা নিজেদের জমির মালিক দাবী করে হুমকী প্রদান করে।
স্থানীয় মেম্বর ছালাম বলেন, গাছ কাটার বিষয়টি আমি শুনেছি, মৃত খালেক বিশ্বাসের জামাই মোঃ লিটনকে ফোন দিলে সে বলে আমার জয়গা গাছ আমি কাটছি।