ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাংচুরের ঘটনায় প্রতিবাদ সভা করেছে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সভা করেন দলীয় নেতাকর্মীরা।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. শাহে আলম হাওলাদার, সহ-সভাপতি সেলিম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. শরিফল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফারুক, দপ্তর সম্পাদক তানভীরসহ ইউনিয়ন আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা।
সভায় নেতাকর্মীরা বলেন, পশ্চিম ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বহিষ্কার হওয়া সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিন আহম্মেদের পালিত ক্যাডাররা শুক্রবার দুপুর ১টায় ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি ভাংচুর করে চূর্ণবিচূর্ণ করে দেয়। কার্যালয়ে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভোলা-১ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদের ছবি ভাংচুর করে।
এ ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতাকর্মীরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভোলা-১ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদসহ পুলিশ প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান তাঁরা।
ঘটনার পর আইনি পদক্ষেপের বিষয়ে নেতাকর্মীরা জানান, এ ঘটনা পুলিশকে জানানো হয়েছে। এবং বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছেন। ভোলা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে বলেও জানান নেতাকর্মীরা।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।