অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব “মানুষ মানুষের জন্য। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়,তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে তারেক হেলপিং হ্যান্ড ইউকে।
ছাতকের বরাটুকা গ্রামে তারেক হেলপিং হ্যান্ড এর সভাপতি আবুল খায়ের এর উদ্যোগেপজেট ২০২১ গ্রামের শীতার্ত ও গরীব অসহাদের মাঝে শীত বস্ত্র বিতরণ কালে বক্তারা একথা বলেন।
২৩ ডিসেম্বর বেলা ১২ টার সময় সুবিধা বঞ্চিত শীতার্ত ও গরীব অসহাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
হাজী গুলজার আহমদ তালুকদার এর সভাপতিত্বে মোঃরফিকুল ইসলাম তালুকদার এর পরিচালনায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিরাজুল ইসলাম ফারুকী সাহেব ভারপ্রাপ্ত প্রিনসিপাল বুরাইয়া কামিল এম এ মাদরাসা,বরাডুবা ইসলামিয়া জামিয়া আল হিকমা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইমরুল হাসান জাফরী,ভাতগাও ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ হাফিজুর রহমান তালুকদার,ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডক্টর সাহা সহিদুর রহমান সহ উক্ত ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।