মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানের শপথগ্রহন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (ডিসেম্বর-২৩) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ আজাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক ড.রহিমা খাতুন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপংকর তঞ্চঙ্গ্যা।
শপথ শেষে নব নির্বাচিত দুই উপজেলার ১৩ চেয়ারম্যানদের ফুলের শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ড.রহিমা খাতুন।
পরে নব নির্বাচিত চেয়ারম্যানদের উদ্দের্শে জেলা প্রশাসক বলেন, মাদক,বাল্যবিবাহ, নিরক্ষর ও শিশু শ্রম বন্ধে খেয়াল রাখবেন। ইউনিয়নের সর্বসাধারনকে সচেতন করা আপনার দায়িত্ব।
এসময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।