কক্সবাজার ঘুরতে গিয়ে এক নারী পর্যটক সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় হোটেল ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটন (৩৩) নামে এক যুবককে আটক করেছে র্যাব। র্যাব ছোটনকে অপরাধীদের সহযোগী বলে দাবি করেছে।
আজ বৃহস্পতিবার বিকালে র্যাব-১৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খায়রুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িতদের সহযোগী হিসেবে ছোটন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও আরও দুজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান র্যাব অধিনায়ক খায়রুল।
উল্লেখ্য, স্বামী-সন্তাকে জিম্মি করে এক নারী পর্যটককে সংবদ্ধ ধর্ষণ করে তিন যুবক। গতকাল বুধবার সন্ধ্যায় শহরের লাবণী পয়েন্ট থেকে তুলে নিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে জানিয়েছেন ভুক্তভোগী পর্যটক। খবর পেয়ে কক্সবাজার হোটেল-মোটেল জোনের জিয়া গেস্ট ইন নামের হোটেলে অভিযান চালিয়ে ওই রাতেই তাকে উদ্ধার করে র্যাব-১৫।
ভুক্তভোগী ওই নারী সাংবাদিকদের জানান, গতকাল বুধবার সকালে ঢাকার যাত্রাবাড়ী থেকে স্বামী-সন্তানসহ কক্সবাজারে বেড়াতে আসেন। ওঠেন শহরের হলিডে মোড়ের একটি হোটেলে। বিকেলে সৈকতের লাবনী পয়েন্টে যান। সেখানে অপরিচিত এক যুবকের সঙ্গে তার স্বামীর ধাক্কা লাগলে, কথা কাটাকাটি হয়। এর জেরে সন্ধ্যার পর পর্যটন গলফ মাঠের সামনে থেকে তার ৮ মাসের সন্তান ও স্বামীকে সিএনজি অটোরিকশায় করে কয়েকজন তুলে নিয়ে যায়।
এ সময় আরেকটি সিএনজি অটোরিকশায় তাকে তুলে নেয় তিন যুবক। পর্যটন গলফ মাঠের পেছনে একটি ঝুপড়ি চায়ের দোকানের পেছনে নিয়ে তাকে ধর্ষণ করে তিনজন। এরপর তাকে নেয়া হয় জিয়া গেস্ট ইন নামে একটি হোটেলে। সেখানে ইয়াবা সেবনের পর আরেক দফা তাকে ধর্ষণ করেন ওই তিন যুবক। ঘটনা কাউকে জানালে সন্তান ও স্বামীকে হত্যা করা হবে জানিয়ে রুম বাইরে থেকে বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করেন তারা।