মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি পৌরসভার ৪টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও কালকিনি পৌরসভার পক্ষ থেকে অসহায়, দুঃস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে।
অনুষ্ঠানে কালকিনি পৌরসভা মেয়র এস এম হানিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ।
আজ বৃহস্পতিবার সকালে পৌরসভা মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় আরোও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, সাবেক পৌর প্রশাসক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আওলাদ হোসেন মাষ্টার, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান সরদার, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী নাসরিন, পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও অন্যান্যরা।