বগুড়া জেলা প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুরে ১২২ পিস ইয়াবাসহ মারুফ হাসান(২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
গত ২২ ডিসেম্বর বুধবার দুপুর ১২টার দিকে শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মারুফ ওই এলাকার রেজাউল করিমের ছেলে।
র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১২২ পিস ইয়াবাসহ মারুফকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment