ফরহাদ খোন্দকার, ফেনী:
ফুলগাজীর ৬টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মঞ্জুরুল ইসলাম, ফেনী পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম স্বপন, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফেরদৌসি বেগম। শপথ গ্রহন করেন ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ সেলিম, মুন্সীরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন, দরবারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার, আনন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন মজুমদার, আমজাদহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মির হোসেন মিরু ও জিএমহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ জাকির হোসেন রতন।ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী বেগম বলেন, আগামী দু-একদিনের মধ্যে ইউএনও কার্যালয়ে উপজেলার ছয়টি ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সদস্যদের ও সংরক্ষিত আসনে নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হতে পারে।