কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি :-
নেত্রকোণার কলমাকান্দায় মজিবুর রহমান (৫০) নামের এক ব্যক্তিকে পায়ে জিয়াই তার দিয়ে বেঁধে হত্যার পর লাশ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
গত রাত ১১ ঘটিকায় উপজেলার রংছাতী তেরোতোপা গ্রামের নিজ বাড়ির পাশের জমি থেকে আগুনে পুড়ানো তার লাশ উদ্ধার করে স্থানীয় এলাকাবাসী ও প্রশাসন ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাঁচগাঁও বাজারের ব্যবসায়ী মজিবুর রহমান ওইদিন সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেনি । পরে মধ্য রাত্রে বাড়ির পাশের ধান ক্ষেতে আগুন দেখতে পেলে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে হাত পা বাঁধা আগুনে পোড়ানো দেহটি দেখতে পান।
নিহতের মুখমণ্ডল দেখে মুজিবুরের লাশ চিনতে পারেন তার স্বজনরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এবিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল আহাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে, মজিবুর রহমানকে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা খড় দিয়ে আগুন লাগিয়ে দেয়। তিনি গরু ব্যবসায়ী ছিলেন।
লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে। দায়িদের গ্রেফতারের চেষ্টা চলছে।