মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি পাথরের খনি ধসে অন্তত ১০০ জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলেও জানা যায়। স্থানীয় সময় বুধবার ভোর ৪টার দিকে কাচিন রাজ্যের হাকান্ত এলাকায় এ খনি ধসের ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। প্রায় ২০০ সদস্য তাদের উদ্ধারে কাজ শুরু করেছে। ধারণা করা হচ্ছে, এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সবাই অবৈধ খনির শ্রমিক।
উদ্ধারকারী দলের সদস্য কো নি জানান, খনি ধসে অন্তত ৭০ থেকে ১০০ জন লোক নিখোঁজ রয়েছেন। আহত প্রায় ২৫ জন লোককে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া একজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
হাকান্ত এলাকায় জেড খনিতে কাজ করা নিষিদ্ধ। কিন্তু স্থানীয় কর্তৃপক্ষের বিধিনিষেধ উপেক্ষা করে প্রায় সেখানে খনিতে কাজ চালানো হয়। বিশ্বে জেড পাথরের সবচেয়ে বড় উৎস মিয়ানমার। প্রায় সারা বছর ধরেই এর বিভিন্ন খনিতে দুর্ঘটনার খবর পাওয়া যায়।