আল্লাহ্ মহান। এই সুন্দর দুনিয়ার মালিক একমাত্র আল্লাহ্। তিনিই আমাদের একমাত্র ভরসা। বিভিন্ন হাদীস অনুসারে আল্লাহ’র ৯৯টি নামের একটি তালিকা আছে। কিন্তু তাদের মধ্যে কোনো সুনির্দিষ্ট ধারাবাহিক ক্রম নেই। বান্দা-বান্দি আল্লাহকে যে কোন নামে ঢাকলেই তিনি সাড়া দেন। আল্লাহ বান্দার প্রতি ক্ষমাশীল। মানুষের জীবনে প্রতিটি মুহূর্তই আল্লাহ তাআলার নেয়ামতে পরিপূর্ণ।
নতুন খবর হচ্ছে, পবিত্র কাবা প্রাঙ্গণে বৃষ্টির নামাজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার একযোগে পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববিতে সালাতুল ইসতিসকা অনুষ্ঠিত হয়। পবিত্র কাবার ইমাম ও খতিব শায়খ ড. বান্দার বালিলাহ নামাজের ইমামতি করেন। পবিত্র কাবা প্রাঙ্গণে বৃষ্টির নামাজে অংশ নেন মক্কা গভর্নর ও সৌদি বাদশার উপদেষ্টা প্রিন্স খালেদ আল ফয়সাল।
নামাজের পর শায়খ বান্দর বালিলাহ খুতবা পাঠ করেন। এদিকে মসজিদে নববিতে বৃষ্টির নামাজ পড়িয়েছেন ড. আবদুল মুহসিন আল কাসিম। মহান আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনায় সম্মিলিত নামাজ আদায় করা মহানবী (সা.)-এর সুন্নাত। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের এক রাজকীয় নির্দেশনার প্রেক্ষিতে বৃষ্টির নামাজের আয়োজন করা হয়।