স্টাফ রিপোর্টার : নেত্রকোনার বারহাট্টায় মেয়াদ, মূল্যবিহীন পণ্য বিক্রি ও এক পণ্যে অন্য প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহার করার দায়ে দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে বারহাট্টা উপজেলার ফকিরের বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ আলম এ অভিযান পরিচালনা করেন। এ সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) নেত্রকোনা জেলার সদস্যদের দেয়া তথ্যে ও তাদের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ছিলেন জেলা পুলিশ লাইনের একটি চৌকস পুলিশ টিম।
জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।