দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, ‘জাতীয় নির্বাচনের একটি প্রতিচ্ছবি এ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। এ সিটি করপোরেশন নির্বাচনে আমার কোন ইচ্ছা ছিল না। আমি এ নিয়ে কারো সঙ্গে আলাপও করি নাই। আমাকে যেখান থেকে যা যা নির্দেশ দিয়েছে তা ছাড়া আর কোন কথা বলি নাই। একজন ভাইস চেয়ারম্যান আমার সঙ্গে যোগাযোগ করে। দলের স্বার্থে, জাতির স্বার্থে ও জনগণের প্রয়োজনে প্রার্থী হতে হয়েছে। ২০১৬ সালে ম্যাডাম আমাকে ৫ দিন নিয়ে বসেছে। কিন্তু হাতজোড় করে বলেছি আমাকে মাফ করে দেন আমি মেয়র নির্বাচন করবো না। এ নির্বাচনটা হবে জাতীয় পর্যায়ের একটি। বাংলাদেশকে যারা নিয়ন্ত্রণ করে তাদের ঐক্যমতের প্রশ্নে ও তাদের জরিপে আমাকে এখানে প্রার্থী হতে হয়েছে।’

সোমবার রাতে শহরের মিশনপাড়া এলাকায় সোনারগাঁও ভবনের নিচ তলায় মহানগর বিএনপির সেক্রেটারি এটিএম কামালের কার্যালয়ে সিটি করপোরেশন নির্বাচন ২০২২ উপলক্ষ্যে বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তৈমূর আলম খন্দকার বলেন, ‘আমার কোন গুণ বা কিছু নাই। তবে যেখানে যাকে কথা দিয়েছি সেটা রক্ষা করেছি। এতে ৫জন কষ্ট পেলেও আমি আমার কথা রেখেছি।’ তিনি বলেন,‘সিদ্ধিরগঞ্জে যে খাল করেছে। সেটা তো কার্যকর হবে না। কারণ এ জায়গা সড়ক ও জনপদের। সওজ চিঠি দিয়ে বলেছে এ রাস্তা প্রশস্থ হবে এখানে কোন কাজ কইরেন না। তারপরও সেখানে টাকা অপচয় করা হলো। এরকম অনেক কাহিনী বের হবে।’
তৈমূর বলেন, ‘আমি আপনাদের আশ্বস্থ করতে পারি সেন্টার থেকে এজেন্ট বের করে দিবে সেই দিন শেষ। কারণ গণজোয়ার আইসা গেছে। যেহেতু গণজোয়ার আইসা গেছে সেহেতু সব কিছু বন্ধ হয়ে যাবে। এ গণজোয়ার ধরে রাখতে হবে। আমরা কোন সময় কোন আন্দোলনে ব্যর্থ হই নাই। এবারও আমরা ব্যর্থ হবো না।’

তিনি বলেন, ‘সিটি করপোরেশনে আজকে মানুষ নাগরিক সেবা থেকে বঞ্চিত। শুধু ট্যাক্স বেড়েছে। আমি নারায়ণগঞ্জকে সিটি করপোরেশন করার জন্য সরকারের কাছে প্রস্তাব করি। আজকে সিটি করপোরেশন নর্দমায় পরিণত হবে, জলাবদ্ধতা থাকে, মশা মাছির জন্য মানুষ কষ্ট পাবে, যানজটের জন্য চলাচল করতে পারবে না, দিন দিন ট্যাক্স বৃদ্ধি পাবে, এটা হতে পারে না। এসব নিরসনে কাজ করতে চাই।’

নারায়ণগঞ্জ জেলা বিএনপির বর্ষীয়ান নেতা মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, সহসভাপতি ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, বন্দর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরুদ্দিন, মহানগর বিএনপির সহসভাপতি ফখরুল ইসলাম মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সবুর খান সেন্টু, ফারুক আহাম্মদ, আনোয়ার হোসেন আনু, মাহমুদ হোসেন, মাহাবুবুর রহমান রোমান, মাহবুব হোসেন জুলহাস প্রমুখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version