স্টাফ রিপোর্টার : ঘটনার সাথে জড়িত না থাকার পরও নিরপরাধকে মামলায় ফাঁসিয়ে বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করার পাশাপাশি নগদ অর্থ, গরু, মোটরসাইকেল ও পানির মটর লুটপাট করা হয়েছে।
প্রতিপক্ষের বিরুদ্ধে এমন অভিযোগ এনে নেত্রকোনার আটপাড়ায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী একটি পরিবার।
সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার দুওজ ইউনিয়নের হরিপুর গ্রামের রহিমা আক্তার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনার বিবরণ তুলে ধরেন।
তিনি জানান, গত সোমবার (১৩ ডিসেম্বর) শ্রীরামপাশা গ্রামে পিয়াস নামে এক যুবক তার ভগ্নিপতি চনু ফকিরের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে পরদিন ১২ জনকে আসামি করে আটপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে তার পরিবার।
রহিমা বলেন, ঘটনায় জড়িত না থাকার পরও ওই মামালায় আমার ছেলে মো. আলমগীরকে আসামি করা হয়। মিথ্যে অভিযোগে আসামি হয়ে এরপর থেকে পলাতক অবস্থায় মানবেতর জীবন-যাপন করছি। এই সুযোগে বাড়ি খালি পেয়ে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে ভাঙচুর করে। এব পর্যায়ে বাড়িতে থাকা নগদ অর্থ, গরু, মোটরসাইকেল ও পানির মটর লুট করে নিয়ে যায়। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গদের অবগত করা হয়েছে।
বিষয়টি খতিয়ে দেখে ছেলেকে মিথ্যা অভিযোগে আসামি থেকে অব্যাহতির পাশাপাশি লুটপাট ও হামলার বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান রহিমা।