তাসলিমুল হাসান সিয়াম,গাইবান্ধা প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের বিরুদ্ধে অশালীন ও বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে সদ্য পদত্যাগী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও ইউটিউবার মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে গাইবান্ধায় অভিযোগ দায়ের করা হয়েছে।
রোববার (১৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে গাইবান্ধা সদর আমলি আদালতের বিচারক আশিকুল খবিরের কাছে মামলার এজাহার দাখিল করা হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু বাদী হয়ে এ মামলার অভিযোগ দায়ের করেন।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাইবান্ধা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আ. হালিম প্রামাণিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক প্রমুখ।
মামলার বাদী অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু বলেন, ডা. মুরাদ হাসান একজন আইনসভার সদস্য হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে অশালীন ও বিদ্বেষমূলক বক্তব্য প্রকাশ করেছেন। ওনার এই বক্তব্য প্রচার হওয়ায় আমরা ব্যথিত হয়েছি।
ডা. মুরাদ হাসানের সর্বোচ্চ শাস্তি দাবি নিয়ে তিনি আরও বলেন, একজন ল-মেকার হয়েও উনি আইন অমান্য করেছেন। তাই শাস্তি নিশ্চিতের দাবীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাইবান্ধা জেলা শাখা আজ এই নালিশ দায়ের করেছে আদালতে। আদালত আসামির অপরাধ আমলে গ্রহণ করবেন এবং ন্যায় বিচার প্রত্যাশা করেন তিনি।