মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় প্রেমিকার সাথে ঝগড়া করে মিজানুর রহমান মুন্না (২২) নামের এক ছাত্র আত্মহত্যা করেছেন।
রবিবার (১৯ ডিসেম্বর) সকালে শহরের কাটনাপাড়া এলাকার একটি ছাত্রাবাস থেকে মরদেহ উদ্ধার করা হয়৷ মিজানুর রহমান জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার দেওগ্রামের তোজাম্মেল সরকারের ছেলে এবং বগুড়ার বেসরকারি পলিটেকনিক বীট এ ৪র্থ সেমিস্টারের ছাত্র।
ছাত্রাবাসের অন্যান্য ছাত্ররা জানান মিজানুর প্রতিরাতের মতো তার রুমে ঘুমিয় পড়েন। শনিবার সকালে তার রুমে থাকা অপর ছাত্র ফ্যানের সাথে গামছা দিয়ে ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, মিজানুর রহমানের সরকারি মজিবর রহমান মহিলা কলেজের এক ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। গত দুই দিন ধরে প্রেমিকার সাথে তার ঝগড়া বিবাদ চলছিল। এর জের ধরে মিজানুর রহমান আত্মহত্যা করেছে বলে তথ্য পাওয়া গেছে। তিনি মেয়েটিকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মেয়েটি ঝগড়া বিবাদের কথা পুলিশকে জানিয়েছে।
(সূত্রঃ বার্তা ২৪)
আপনি যা যা মিস করেছেন
Add A Comment