আরিফুর রহমান, নলছিটি:
ঝালকাঠির নলছিটিতে সোবহান খলিফা (৬০) নামের এক অটোচালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে একটি ছিনতাইকারী চক্র।
শনিবার (১৮ ডিসেম্বর)সকালে উপজেলার মগড় ইউনিয়নের শ্রীরামপুর নামক স্থান থেকে অটোরিকশাচালক সোবহান খলিফার লাশ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ।
নিহত সোবহান খলিফা উপজেলার তিমিরকাঠি এলাকার মৃত রশিদ খলিফার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।
জানা গেছে, শুক্রবার রাতে তিনি অটো নিয়ে রাস্তায় বের হন। রাত থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তাকে হত্যা করে মৃতদেহ রাস্তার পাশে ফেলে রেখে চলে যান দুর্বৃত্তরা। তার অটো গাড়িটি পাওয়া যায়নি।
নলছিটি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে প্রেরণ করবেন। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।