আরিফুর রহমান, ঝালকাঠি:
“শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা/অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা” এই প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠির নলছিটিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে ।
এ উপলক্ষে শনিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকাদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও নারী নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক অভিবাসী দিবস প্রতি বছর ১৮ ডিসেম্বর জাতিসংঘের সব সদস্যভুক্ত দেশে পালিত হয়ে আসছে। জাতিসংঘের সাধারণ পরিষদ ৪ ডিসেম্বর, ২০০০ সালে দিনটি বিশ্বব্যাপী উদযাপনের সিদ্ধান্ত নেয়।