ফরিদপুরের চরভদ্রাসনে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১ পালিত হয়েছে। শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এ সভার আয়োজন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবীর ত্রপা এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার, মুক্তিযোদ্ধা আবুল কালম আজাদ, ওকাপ এর প্রজেক্ট কর্মকর্তা সাবিরা ফেরদৌসী, মাঠ কর্মকর্তা রেজাউল করিম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রবাস ফেরত বিভিন্ন নারী অভিবাসী ও স্থনীয় সাংবাদিকবৃন্দ।
সভায় প্রবাস জীবনের বিভিন্ন তিক্ত অভিজ্ঞতার কথা তুল ধরেন অভিবাসীরা। এছাড়া বয়স বাড়িয়ে জন্ম সনদ বানিয়ে প্রবাসে পাড়ি জমানো, দালালের মাধ্যমে প্রবাসে গিয়ে প্রতারিত না হবার বিষয়ে করণীয় প্রভূত বিষয়ে আলোচনা করা হয়। অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) অভিবাসীদের নিয়ে গৃহীত বিভিন্ন কার্ষক্রমের বিষয় আলোচনা করা হয়।