তালাক দেয়া স্ত্রীর সাথে পরকীয়ার সম্পর্কে রয়েছেন সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে আবু তাহের নামে এক ব্যক্তিকে। বৃহস্পতিবার রাতে আবু তাহেরকে পিটিয়ে আহত করেন অভিযুক্ত আবদুল জলিল। শুক্রবার চমেক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাহেরের মৃত্যু হয়।
রাতেই পতেঙ্গা থানা পুলিশ নোয়াখালীতে অভিযান চালিয়ে অভিযুক্ত জলিলকে গ্রেফতার করে। নগরীর পতেঙ্গা থানাধীন স্টিলমিল নুরনবীর গলিতে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
পতেঙ্গা থানার ওসি কবির হোসেন বলেন, কয়েক মাস আগে অভিযুক্ত আবদুল জলিল স্ত্রী রওশনকে তালাক দেন। তালাক দেয়ার পরও সন্দেহ করতেন তাহেরের সাথে সাবেক স্ত্রীর পরকীয়া রয়েছে। বৃহস্পতিবার রাতে তাহেরকে মারধর করেন জলিল। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তাহেরের মৃত্যু হয়।