স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মোহনগঞ্জে চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাতের আধারে নৌকার তোরণ পুড়িয়েছে দুবৃত্তরা। বুধবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার সমাজ-সহিলদেও ইউপির সহিলদেও গ্রামের নয়াপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযোগের তীর প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থীর দিকে। তবে প্রতিদ্ব›দ্বী প্রার্থী এ অভিযোগ প্রত্যাখান করেছেন। দুই পক্ষই এ ঘটনায় একে অপরকে দোষারোপ করছেন। খবর পেয়ে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
৪র্থ ধাপের ইউপি নির্বাচনে মোহনগঞ্জের সমাজ-সহিলদেও ইউপিতে মোট দুজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করছেন। এদেরমধ্যে দলীয় নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারমান আমিনুল ইসলাম খান সোহেল। আর ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ কর্মী নুর মোহাম্মদ খান বার্কো। দলের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সম্প্রতি তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে স্থানীয় আওয়ামী লীগ।
সরেজমিনে দেখা যায়, সমাজ-সহিলদেও ইউপির ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমানের বাড়ির সামনের সড়কে থাকা তোরণ থেকে নৌকাটি নামিয়ে পাশের ক্ষেতে নিয়ে নৌকায় মুড়ানো কাপড় খুলে পুড়িয়ে দেওয়া হয়েছে।
সভাপতি হাবিবুর রহমান বলেন, এই জঘণ্য কাজটি প্রতিদ্ব›দ্বী প্রার্থীর সমর্থকেরা করেছেন। তবে এ কাজ করতে তিনি কাউকে দেখেননি। স্থানীয় গোলাপ মাহমুদ, আজিজুল হক ও পাশের দোকনি মোজাম্মেল হক জানান একই তথ্য।
নৌকার প্রার্থী আমিনুল ইসলাম খান সোহেল বলেন, প্রতিদ্বন্ধী প্রার্থীর লোকজন এ কাজ করেছে। এর আগেও আমার পোস্টারের ওপর তাদের পোস্টার লাগিয়েছে। নির্বাচনে আমার মাঠ ভাল। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারা চাইছে এসব করে একটা ঝগড়া বাধানোর জন্য। এ ঘটনায় ব্যবস্থা নিতে থানায় অভিযোগ দেওয়া হবে বলেও জানান তিনি।
স্বতন্ত্র প্রার্থী নুর মোহাম্মদ খান বার্কো এ অভিযোগ প্রত্যাখান করে বলেন, সবকিছু সাজানো নাটক। আমার গ্রামে শতশত নৌকার পোস্টার আছে, এগুলো তো কেউ ছিড়লো না। তাদের বাড়ির সামনে গিয়ে আমার লোকজন কিভাবে তোরণ ভাঙবে? বরং নৌকার প্রার্থীর লোকজন তাদের এড়িয়াতে আমার সব পোস্টার ছিড়ে ফেলেছে। আমার লোকজনকে প্রচারণা চালাতে দেয় না। ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। এ ঘটনার সঠিক তদন্ত হোক, যারা তোরণ ভেঙেছে আমি তাদের বিচার চাই। জনগণ যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে।
মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।