তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ,
আ.লীগ ও সহযোগী সংগঠন, উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে র্যালী শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বৃহস্পতিবার সুর্যোদয়ের সাথে সাথে পুষ্পস্তবক অর্পণ এরপর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।
এ সময় সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রায়হান কবির, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার।
সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সহকারী প্রোগ্রামার ইমরান হোসেনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা সহকারী কমিশনার ভূমি আলাউদ্দিন, উপজেলা কৃষি অফিসার মোঃ হাসান উদ দোলা, প্রকৌশলী ইকবাল কবির, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আব্দুস ছোবাহান আখঞ্জি, সিনিয়র সহ সভাপতি আলী মর্তুজা, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন প্রমুখ।