ফেনী থেকে, ফরহাদ খোন্দকার:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী,স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বিজয়ের ৫০বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা
প্রধানঅতিথিঃ- জনাব খায়রুল বশর মজুমদার তপন,চেয়ারম্যান জেলা পরিষদ,ফেনী।
প্রধান বক্তাঃ-জনাব এ.এফ.এম. নুরুস সাফা চৌধুরী। প্রতিষ্ঠাতা সদস্য, রাজষপুর আলী আজ্জম চৌধুরী উচ্চ বিদ্যালয়।
বিশেষ অতিথিঃ- এম.শফিকুল হোসেন মহিম।সদস্য, জেলা পরিষদ ফেনী।
বিশেষ অতিথিঃ-জনাব জসিম উদ্দিন। চেয়ারম্যান,চিথলিয়া ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথিঃ- জনাব পেয়ার আহম্মদ।মেম্বার,চিথলিয়া ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথিঃ- জনাবা সুফিয়া আক্তার।মেম্বার, চিথলিয়া ইউনিয়ন পরিষদ।
সভাপতিত্ব করবেনঃ-জনাব এম.এম.কামাল খান।প্রধান শিক্ষক, রাজষপুর আলী আজ্জম চৌধুরী উচ্চ বিদ্যালয়।
আয়োজনেঃ- রাজষপুর আলী আজ্জম চৌধুরী উচ্চ বিদ্যালয়।
পরশুরাম–ফেনী।