টাঙ্গাইল প্রতিনিধিঃ সূর্য্য উদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনি মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবস ২০২১ এর সুবর্ণজয়ন্তী উদযাপন।
পরে উপজেলা স্মারক ৭১ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন যথাক্রমে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, নাগরপুর উপজেলা আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বিভিন্ন সাংবাদিক সংগঠন, মানবাধিকার কমিশন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
উপজেলা মাঠ প্রাঙ্গনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ ও শরীরচর্চা অনুষ্ঠিত হয়। বিকেলে স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও মুজিব বর্ষের শপথ অনুষ্ঠিত হয়।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয় । উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার জিএম ফুয়াদ এর পরিচালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।