জসিন উদ্দীন, কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার কলমাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবসে জাতির সূর্য সন্তানদের সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত উপজেলা কমান্ডার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল খালেক তালুকদার।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, ওসি আবদুল আহাদ খান, বীর মুক্তিযোদ্ধা হাজী জয়নাল আবেদীন, বীর মুক্তিযুদ্ধা মজিবুর রহমান লাল মিয়া প্রমুখ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।