স্টাফ রিপোর্টার : তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মেনকীফান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল বাতিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেলে ফলাফল ঘোষনার গণবিজ্ঞপ্তি জারি করেছে উপজেলার নির্বাচন কর্মকর্তা ফারহানা শিরীন।
গণবিজ্ঞপ্তিতে জানা যায়, ওই কেন্দ্রের ফলাফল বাতিলপূর্বক পুনঃনির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ সিদ্ধান্ত মোতবেক তৃতীয় ধাপে গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত দুর্গাপুর ইউনিয়নের মেনকীফান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল বাতিল ঘোষনা করা হলো।
দুর্গাপুর উপজেলা নির্বাচন কর্মকতা ফারহানা শিরীন বলেন, গত ২৯ নভেম্বর জেলা নির্বাচন অফিসারের পত্রের আলোকে নির্বাচন কমিশন ওই কেন্দ্রের ভোট বাতিলপূর্বক পুনঃনির্বচানের সিদ্ধান্ত নিয়েছেন। গত ১৩ ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের হিসাবরক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলামের স্বাক্ষরিত পত্রের মাধ্যমে অবগত হয়েছি। এ প্রেক্ষিতে আজ (মঙ্গলবার) একটি ভোট কেন্দ্রে ফলাফল বাতিলের জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে জানান তিনি।