শ্রীলঙ্কার জাতীয় দলগুলোর কনসালট্যান্ট কোচ হিসেবে নিযুক্ত হলেন মাহেলা জয়াবর্ধনে। টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটির সঙ্গে শলাপরামর্শ করে শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাহী কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে তার নিয়োগ কার্যকর হবে।
এ ব্যাপারে বোর্ড জানিয়েছে, নতুন ভূমিকায় জয়াবর্ধনে জাতীয় দলগুলোর সার্বিক ক্রিকেটীয় উপাদানের দায়িত্বে থাকবেন এবং হাই পারফরম্যান্স সেন্টারে খেলোয়াড় ও ম্যানেজমেন্ট টিমগুলোর জন্য অমূল্য কৌশলগত সমর্থন প্রদান করবেন।
আগামী বছর বিশ্বকাপ মাথায় রেখে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে কাজ চালিয়ে যাবেন সাবেক ব্যাটিং গ্রেট। জয়াবর্ধনে বলেছেন, ‘আমাদের বিভিন্ন ডেভেলপমেন্ট স্কোয়াডগুলোর জাতীয় ক্রিকেটার ও কোচদের সঙ্গে কাজ করার দারুণ সুযোগ এটি, যার মধ্যে অনূর্ধ্ব-১৯ ও এ টিমগুলো রয়েছে। শ্রীলঙ্কায় ক্রিকেটীয় প্রতিভা ও সম্ভাবনাময়ীদের সুবিচারে সহায়তা করার সুযোগ এটি।’