দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-৮ মাদারীপুর গোয়েন্দা নজরদারীর মাধ্যমে কতিপয় মাদক ব্যবসায়ী সম্পর্কে তথ্য পায় এবং তাদেরকে গ্রেফতারে আইনগত ব্যবস্থা গ্রহন করিতে তৎপরতা শুরু করে।

এরি ধারাবাহিকতায় র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ এর নেতৃত্বে ১১ ডিসেম্বর রাতে মাদারীপুরের শিবচর থানাধীন উৎরাইল গ্রামস্থ নিয়ামত খা, পিতাঃ মৃত নান্দু খা এর বাড়ীর পশ্চিম পাশে খাড়াকান্দি হইতে শিরুয়াইল গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ সোহেল শেখ(৩৬), পিতাঃ আঃ গণি শেখ, মাতাঃ রাহেলা বেগম ,সাং-বাবর আলী মল্লিককান্দি, ইউ.পি-কাঁঠালবাড়ী, ডাক-চর জানাযা, থানাঃ শিবচর, জেলাঃ মাদারীপুর তাকে গাঁজাসহ হাতে নাতে আটক করে। এসময় আটককৃত আসামীর নিকট হতে ১০(দশ) কেজি ৭০০গ্রাম গাঁজা, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল,০১টি হেলমেট, ০১টি মোবাইল, ০২টি সীমাকর্ড উদ্ধার করা হয়।

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, গ্রেফতার কৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর, ঢাকা, কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্যের পাইকারীভাবে ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।

ধৃত আসামীকে উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ মাদারীপুরের শিবচর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্ত শিবচর থানায় একটি মাদক মামলা দায়ের করা রয়েছে।

কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ বলেন,র‍্যাব-৮ এর এ ধরনের মাদক নির্মুল কার্যক্রম ভবিষ্যৎতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ঢাকা, কুমিল্লা, মাদারীপুরে ৪টি মাদাক মামলা চলমান আছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version