জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ মির্জা রিয়াজ হাসানের সভাপতিত্বে ও স্বাস্থ্য পরিদর্শন রফিকুল ইসলামের পরিচালনায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাসান উদ দোলা,উপজেলা প্রেসক্লাবে সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, মেডিকেল অফিসার সুমন চন্দ্র বর্মন, এসআই জহিরুল ইসলাম প্রমুখ।
সভায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের বিষয়ে ও এর কার্যকরী গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।