বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর মাঠে গড়াবে ২১ জানুয়ারি। অংশ নেবে ছয়টি দল। দরপত্র জমা পড়লেও ছয় ফ্র্যাঞ্চাইজির চূড়ান্ত নাম জানায়নি বিসিবি। তবে বোর্ড সূত্রে জানা গেছে, দলের পাশাপাশি আইকন ক্রিকেটার চূড়ান্ত করার কাজ এগিয়ে চলছে।আজ বুধবার একটি সূত্র জানায়, সবকিছু ঠিক থাকলে সাকিব আল হাসান এবার বিপিএলে বরিশাল দলে খেলতে পারেন। দলটির নাম হতে পারে ফরচুন বরিশাল। একই দলে খালেদ মাহমুদ সুজনকে দেখা যাবে হেড কোচ হিসেবে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিবিরের আইকন হিসেবে খেলতে পারেন তামিম ইকবাল।
এবার বিপিএলে দলগুলোর সঙ্গে চুক্তি হচ্ছে এক বছরের জন্য। তাই অংশ নিতে রাজি নয় বেক্সিমকো গ্রুপ, জেমকন গ্রুপ ও বসুন্ধরা গ্রুপ। তাদের মালিকানায় ছিল যথাক্রমে ঢাকা, খুলনা ও রংপুর বিভাগের দল। তিনটি দলই এবার নতুন মালিকানায় খেলবে।
চট্টগ্রাম বিভাগের দলটা গড়তে যাচ্ছে আকতার ফার্নিচার। বঙ্গবন্ধু টি-২০ কাপেও তারাই ছিল। রাজশাহী বিভাগের দলটা থাকছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নিজস্ব প্রতিষ্ঠানের মালিকানায়।