কে. এম. সাখাওয়াত হোসন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার পৌরশহরে পারলা এলাকায় ঢাকা বাসস্ট্যন্ডে দুই বাসের চাপায় খোরশেদ আলম (৪০) নামে এক পরিবহন শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে। রবিবার (৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনায় নিহত শ্রমিক নেত্রকোনা-ঢাকা চলাচলকারী শাহজাহাল পরিবহনের সুপারভাইজার এবং ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মোগলটলা গ্রামের ইমাম আলীর ছেলে।
জানা যায়, নেত্র পরিবহনে চলাচালকারী সিয়াম শারমিন নামে বাসটি বাসস্ট্যান্ডের ভেতর হতে প্রধান সড়কে যাবার সময় শাহজালাল পরিবহনের অন্য একটি দাঁড়ানো বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুই বাসের মাঝখানে পড়ে শাহজালাল পরিবহনের সুপারভাইজার খোরশেদ আলম চাপা পড়ে মাথায় গুরুতর জখম প্রাপ্ত হন। পরে উপস্থিত লোকজন উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষন করেন। তবে পরিবহন দুটি নেত্রকোনা-ঢাকা রোডে চলাচল করে যাত্রী পরিবহন করে থাকে।
শাহজাহাল পরিবহনের ম্যানেজার সুভাষ চৌধুরী জানান, এ নিয়ে বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে আলোচনা মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ শ্রমিক নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে। অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।