স্টাফ রিপোর্টার : নেত্রকোনার গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন অভিযান চালিয়ে চার জুয়ারিকে আটক করেছে। আটককৃতদেরকে রবিবার (৫ ডিসেম্বর) বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় ডিবির ওসি মো. রফিকুল ইসলাম।
এরআগে গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে পূর্বধলার হিরণপুর রেল স্টেশন এলাকা থেকে চারজনকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে।
আটককৃত হলো-মৃত সেকান্দার মিয়ার ছেলে মো. দুলাল মিয়া (১৮), মো. আ. লতিফ মিয়ার ছেলে মো. সাজির মিয়া (৪৬), মো. চান্দু মিয়ার ছেলে মো. নয়ন মিয়া (৪৫) ও মৃত কিতাব আলীর ছেলে মো. শহিদ মিয়া ((৪৫)। তারা সকলে ওই এলাকার বিভিন্ন স্থানের বাসিন্দা।
ডিবির ওসি মো. রফিকুল ইসলাম জানান, গোপন সুত্রে খবর পেয়ে আমি সহ সাত সদস্যের ডিবির একটি দল পূর্বধলা উপজেলার হিরণপুর রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। এ সময় নগদ চার হাজার ১৫০ টাকা ও জুয়া খেলার তাস জব্দ করা হয়। আটককৃতদেরকে আজ (রবিবার) বিকেলে মামলা রুজু করে আদালতে সোপার্দ করা হয়েছে।