এর মধ্যে আজ শনিবার বিকেলে রামপুরা থেকে স্বপনকে (২৫) গ্রেপ্তার করা হয়। আরেকজন শহিদকে (২২) ঘটনার পরদিন গত ১ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়। তাদের রামপুরা থানায় পুলিশ বাদী হয়ে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া, আরকে মামলায় মীরেরবাগ থেকে আরও এক কিশোরকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনার পরের দিন রাজধানীর রামপুরা ও হাতিরঝিল থানায় পুলিশ বাদী হয়ে মামলা দুটি করেন।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। শহিদকে একদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। তাকে আরও দু’দিনের রিমান্ডে নেওয়া হবে।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান জানান, আটক কিশোরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গত, ২৯ নভেম্বর রাতে রাজধানীর রামপুরা এলাকায় বাসচাপায় নিহত হন এসএসসি পরীক্ষার্থী মাঈনুদ্দিন ইসলাম।