কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় খলায় (মৌসুমে জমিতে ধান শুকানোর স্থান) ধান শুকানোর জায়গাকে কেন্দ্র করে প্রতিপক্ষের কিল ঘুষিতে মো. আবুল কাশেম খান (৭০) নামে এক কৃষক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চিরাং ইউনিয়নের সিলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রতিপক্ষ নিহতের সম্পর্কে প্রতিবেশি (গোষ্ঠীর চাচাতো ভাই) ও একই গ্রামের মৃত জিলু খানের ছেলে সাদেক খান (৭০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আবুল কাশেমের নাতি প্রতিবেশি সাদেক খানের জমিতে ধান শুকানোর জন্য নির্মানকৃত খলায় ধান শুকাতে দেয়। এই নিয়ে সাদেক খান কাশেমের নাতিকে গালমন্দ করে। পরে আবুল কাশেম খলায় গেলে গালমন্দের বিষয়ে জিজ্ঞেস করলে কাশেম ও সাদেকের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে সাদেকের কিল ঘুষিতে কাশেম খান মাটিতে লুটিয়ে পড়েন। বাড়ির লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধকে মৃত ঘোষন করেন।
কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ প্রতিপক্ষের কিল ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হবে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।