দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : দ্বিতীয়ধাপে ইউপি নির্বাচনে নেত্রকোনার সদর উপজেলায় লক্ষীগঞ্জ ইউনিয়নে দুটি স্থগিত কেন্দ্রের নির্বাচনে আ.লীগের মনোনীত নৌকা প্রাথী মো. আজহারুল হক তুহিন পাঁচ হাজার ৪৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম একমাত্র প্রতিদ্বন্ধী স্বতন্ত্রপ্রার্থী (বিএনপি) এস এম শফিকুল কাদের সুজা চশমা প্রতীক নিয়ে চার হাজার ৫১৬ ভোট পেয়েছেন। ৯১৬ ভোটের ব্যবধানে জয়ী হন মো. আজহারুল হক তুহিন।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টার পর্যন্ত এ ইউপির স্থগিত দুই কেন্দ্র বায়রাউড়া ও আতকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নেত্রকোনার সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নে বায়রাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র

কেন্দ্র দুটির মধ্যে আতকাপাড়া কেন্দ্রে নৌকার প্রার্থী ৫৯১ ও প্রতিদ্বন্ধী স্বতন্ত্রপ্রার্থী চশমা ৬২৯ এবং বায়রাউড়া কেন্দ্রে নৌকার প্রার্থী ৫৩৮ ও স্বতন্ত্রপ্রার্থী চশমা প্রতীক পেয়েছে ৬৬৮ ভোট। এতথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার মো. শাকের আহমেদ।

এরআগে গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে নেত্রকোনা সদর উপজেলার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এ দুই কেন্দ্র ছাড়া বাকি সাত কেন্দ্রে আ.লীগের মনোনীত নৌকার প্রাথী চার হাজার ৩৪৮ ভোট ও স্বতন্ত্রপ্রার্থী চশমা প্রতীক নিয়ে তিন হাজার ২১৯ ভোট পান এবং প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী থেকে নৌকার প্রার্থী এক হাজার ১২৯ ভোটে এগিয়ে ছিলেন।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সীল মারার অভিযোগে ওইদিন দুপুরের দিকে কেন্দ্র দুটির ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version