দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেত্রকোনার একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ২৪ ইউপির মধ্যে ৮টিতে আ.লীগের প্রার্থী নৌকা প্রতীকের প্রার্থীরা ও বাকিগুলোতে স্বতন্ত্র প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

কলমকান্দার খারনৈ ইউনিয়নের বামনগাও মিশনারী স্কুল কেন্দ্রে রবিবার (২৮ নভেম্বর) ভোট গ্রহণ চলাকালে দুপুর সাড়ে ১২টার দিকে নৌকার মনোনীত প্রার্থী এবিএম সিদ্দিক মন্ডলসহ তার সমর্থকরা কেন্দ্রে প্রবেশ করে সকল এজেন্টদের বের করে দেন। পরে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সীল মারা শুরু করলে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ঘোষনার কারনে খারনৈ ইউপির ফলাফল স্থগিত রয়েছে। এ ইউপির অন্যান্য কেন্দ্রে স্বতন্ত্রপ্রার্থী মোহাম্মদ ওবায়দুল হক ঘোড়া প্রতীক নিয়ে ৪৪১৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্রপ্রার্থী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪২৭২ ভোট। এছাড়া পূর্বধলা ও দুর্গপুর উপজেলায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি।

কলমাকান্দার বাকি ৭ ইউপিতে বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানগণ হলেন, রংছাতি ইউপিতে স্বতন্ত্রপ্রার্থী মো. আনিছুর রহমান পাঠান (আনারস), কলমাকান্দা সদর ইউপিতে স্বতন্ত্রপ্রার্থী মো. আব্দুল আলী বিশ্বাস (ঘোড়া), বড়খাপন ইউপিতে স্বতন্ত্রপ্রার্থী শফিকুল ইসলাম (ঘোড়া), পোগলা ইউপিতে আ.লীগ প্রার্থী মো. মোজাম্মেল হক (নৌকা), কৈলাটী ইউপিতে আ.লীগ প্রার্থী মো. জয়নাল আবেদীন (নৌকা), লেংগুড়া ইউপিতে স্বতš প্রার্থী মো. সাইদুর রহমান ভুইয়া (আনারস), নাজিরপুর ইউপিতে আ.লীগ প্রার্থী মো. আব্দুল আলী (নৌকা)।

পূর্বধলার ১০ ইউপিতে বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানগণ হলেন, হোগলা ইউপিতে স্বতন্ত্রপ্রার্থী মো. সিরাজুল ইসলাম আকন্দ (চশমা), ঘাগড়া ইউপিতে স্বতন্ত্রপ্রার্থী এ.কে.এম মাজহারুল ইসলাম (ঘোড়া), জারিয়া ইউপিতে স্বতন্ত্রপ্রার্থী মো. আমিনুল ইসলাম মন্ডল নান্টু (ঘোড়া), আগিয়া ইউপিতে স্বতন্ত্রপ্রার্থী মো. সানোয়ার হোসেন চৌধুরী (চশমা), পূর্বধলা সদর ইউপিতে স্বতন্ত্রপ্রার্থী মো. সিদ্দিকুর রহমান বুলবুল (মোটর সাইকেল), বৈরাটী ইউপিতে স্বতন্ত্রপ্রার্থী মুহাম্মদ আনিছুজ্জামান তালুকদার (আনারস), বিশকাকুনী ইউপিতে স্বতন্ত্রপ্রার্থী আল আমিন (আনারস), খলিশাউড় ইউপিতে আ.লীগ প্রার্থী কমল সরকার (নৌকা), নারান্দিয়া ইউপিতে আ.লীগ প্রার্থী মো. আব্দুল কুদ্দুছ (নৌকা) এবং গোয়ালাকান্দা ইউপিতে স্বতন্ত্রপ্রার্থী মো. আনোয়ার হোসেন (আনারস)।

দুর্গাপুরের ৭ ইউপিতে বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানগণ হলেন, কুল্লাগড়া ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী আব্দুল আওয়াল (আনারস), দুর্গাপুর ইউপিতে স্বতন্ত্রপ্রার্থী সাদেকুল ইসলাম (আনারস), চন্ডিগড় ইউপিতে স্বতন্ত্রপ্রার্থী এমদাদুল হক (আনারস), বিরিশিরি ইউপিতে আ.লীগ প্রার্থী রফিকুল ইসলাম রুহু (নৌকা), বাকলজোড়া ইউপিতে স্বতন্ত্রপ্রার্থী ইয়াকুব তালুকদার (মোটরসাইকেল), কাকৈরগড়া ইউপিতে আ.লীগ প্রার্থী শিব্বির আহাম্মেদ তালুকদার (নৌকা) ও গাঁওকান্দিয়া ইউপিতে আ.লীগ প্রার্থী আব্দুর রাজ্জাক সরকার (নৌকা)।

তৃতীয় ধাপে নেত্রকোনার পূর্বধলা, দুর্গাপুর ও কলমাকান্দা এই তিন উপজেলায় ভোট গ্রহণ গত রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টার পর্যন্ত ২৫টি ইউনিয়নের ২৪২টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয় এবং কলমাকান্দার খারনৈ ইউপির একটি কেন্দ্র স্থগিতের কারণে ফলাফল বন্ধ রয়েছে। তিন উপজেলায় ভোটারের সংখ্যা পাঁচ লক্ষ ৯৬ হাজার ২২৫ জন। এদের মধ্যে তিন লক্ষ চার হাজার ১৫৯ জন পুরুষ, দুই লক্ষ ৯২ হাজার ৬০ জন নারী ও ছয়জন রয়েছেন হিজরা ভোটার।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version