নেত্রকোণা কলমাকান্দা উপজেলার ইউপি নির্বাচনে একটি কেন্দ্র অপ্রেতিকর পরিবেশ ছাড়া সবগুলোতেই সুষ্ঠু নির্বাচন হয়েছে।
খারনৈ ইউনিয়নে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার অভিযোগে সাময়িক স্থগিত করছে বাংলাদেশ নির্বাচন কমিশনার।
নির্বাচিত প্রার্থীগণ কলমাকান্দা সদর আব্দুল আলী বিশ্বাস(ঘোড়া), কৈলাটি হাজী জয়নাল আবেদন (নৌকা), নাজিরপুর -আব্দুল আলী (নৌকা), পোগলা ইউনিয়ন মোজাম্মেল হক(নৌকা),বরখাপন ইন্জিনিয়ার শফিকুল ইসলাম (ঘোড়া),লেঙ্গুড়া -সালাউদ্দীন (আনারস),রংছাতি বাবুল খান পাঠান (আনারস)।
উল্লেখ্য যে ২৮ তারিখ নির্বাচনে ৮ টি ইউপি ৭ টিতে কোন অপ্রেতির গঠণা ছাড়াই সুষ্ঠু নির্বাচন হয়েছে।