শনিবার, মে ১৮, ২০২৪

শাজাহানপুরে থানা চত্বরে ওসি আব্দুল্লাহ আল মামুনের হাতে গড়া সবুজের সমারোহ:

মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি)হিসেবে কর্মরত আছেন আব্দুল্লাহ আল মামুন। তিনি যোগদানের পর থেকেই থানা এলাকার যেমন আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি সাধন হয়েছে, তেমনি থানা চত্বর এলাকাতেও ব্যাপক সৌন্দর্যবর্ধন বৃদ্ধি পেয়েছে। ওসি আব্দুল্লাহ আল মামুন অন্যায়ের বিরুদ্ধে যেমন কঠোর, ন্যায়ের পক্ষে তেমনি কোমল। আধুনিকতার দিক দিয়েও এগিয়ে, সৌখিনতার দিক দিয়েও একবিন্দুও পিছিয়ে নেই। গত ২৬ নভেম্বর শুক্রবার বিকালে শাজাহানপুর থানা এলাকা ঘুরে দেখা যায়, থানা চত্বরে প্রায় ২০/২২ শতাংশ জমিতে মরিচ, বেগুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, লালশাক, পালংশাক, মুলা শাক,ঢেঁড়স ইত্যাদি সবজির আবাদ করা হয়েছে। এছাড়াও থানার চতুর্পাশেই বিভিন্ন ফলজ-বনজ ও ঔষধি গাছ এবং থানার মেইন গেটের পাশে বিভিন্ন ফুলের গাছ লাগানো হয়েছে। এতে করে থানার সৌন্দর্য কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। গাছ লাগানো এবং সবজির আবাদ প্রসঙ্গে অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিশ্বব্যাপী পরিবেশ বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রকৃতিকে রক্ষা করার জন্য গাছ লাগানোর কোন বিকল্প নেই।ইসলামের দৃষ্টিতেও গাছ লাগালে অনেক সওয়াব পাওয়া যায়। গাছ লাগানো একটি সাদকায়ে জারিয়া বলে তিনি উল্লেখ করেন। শখের বশবর্তী হয়ে সবজির বাগান করেছেন ওসি আব্দুল্লাহ আল মামুন। হাট-বাজারে অনেক শবজীতেই এখন ফরমালিন দেওয়া থাকে, যা স্বাস্থ্যর জন্য ক্ষতিকর। আবাদের মাধ্যমে টাটকা সবজি পাওয়া যায়। তাছাড়া থানা চত্বরে অনেক জমি এমনিতেই পড়ে থাকে, পতিতভাবে পড়ে থাকার চাইতে কিছু লাগানো ভালো,এজন্য তিনি সবজির আবাদ করেছেন। যাতে করে থানার সকল পুলিশ অফিসার গন ফরমালিনমুক্ত সবজি খেতে পারে। শাজাহানপুর বাসীর কাছে ওসি আবদুল্লাহ আল মামুন যেমন অসাধারণ একজন মানুষ। তার সূজনশীল কাজকর্ম ও চিন্তাধারাও তেমনি অসাধারণ ও অতুলনীয়।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ

Exit mobile version
x
This Site Is Protected By
Shield Security
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.