দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে বাড়ি ফেরার পথে দিন দুপুরে শতশত পরীক্ষার্থীর সামনে ‘এসএসসি’পরীক্ষার্থীকে অপহরনের ঘটনার মূলহোতাকে কারাগারে প্রেরণ।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে এ ঘটনায় আটককৃত প্রধান আসামী মাহমুদুল হাসান নাঈমকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে তাহিরপুর থানা পুলিশ।
‘কারাগারে প্রেরণকৃত মামলার আসামী উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামের জাকির হোনের (ওরফে) কারী জাকিরের ছেলে।’
মামলার অন্যান্য আসামীরা হলেন,পাশ্ববর্তী বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্ধ গ্রামের হাবিবুর রহমানের ছেলে অনিক মিয়া (২৩),একই গ্রামের কালা মিয়ার ছেলে আকিক মিয়া (২১), মাজু মিয়ার ছেলে আবুল হোসেন (২২),দুলাল মিয়ার ছেলে মিলন মিয়া (২১) এবং মোল্লাপাড়া গ্রামের রাকিবুল ইসলাম (২৩)।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ (তরফদার) বলেন, এ ঘটনায় ভিকটিমের পিতা ৬জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় নাঈমকে গ্রেফতার দেখিয়ে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে এবং তার সহযোগি ৫ পলাতক আসামীকে গ্রেফতার করতে পুলিশ চেষ্টা করছে।

উল্লেখ্য: মঙ্গলবার (২৩ নভেম্বর) বাদাঘাট সরকারী কলেজ পরীক্ষার পৌরনীতি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সকাল পৌঁনে ১২টার দিকে মোল্লাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের জাকির হোসেন (ওরফে) ক্বারীর মিয়ার ছেলে মাহমুদুল হাসান নাঈম শতশত পরীক্ষার্থীর সমনে এসএসসি পরীক্ষার্থীকে ঝাপটে ধরে এবং জোরপূর্বক অটোরিকশায় মধ্যে তুলে নিয়ে অপহরণের চেষ্টা করে।এসময় ছাত্রী চিৎকার দিলে তার সহপাঠি সহ পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং নাঈমকে আটক করে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত পুলিশের হাতে ছাত্রীর সহপাঠি ও পথচারীরা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version