বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নিউইয়র্কে দোয়া মাহফিল করেছে নিউইয়র্ক সিটি বিএনপি।
সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে সংগঠনের সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও মূলধারার রাজনীতিক আকতার হোসেন বাদল। অন্যান্যের মধ্যে আরও বক্তৃতা করেন বিএনপি নেতা শাওন বাবলা।
দোয়া-মোনাজাত পরিচালনা করেন যুক্তরাষ্ট্র যুবদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আশরাফউদ্দিন ঠাকুর।
উল্লেখ্য, গত কদিন থেকেই খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপিসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে নিউইয়র্কে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।