কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় এসএসপি পরীক্ষা শেষে মারা গেলেন প্রপারলি হাগিদক (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী। রবিবার (২১ নভেম্বর) ভূগোল বিষয়ে পরীক্ষা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সোহরাব হোসেন লিংকন তাকে মৃত ঘোষনা করেন।
পরীক্ষার্থী প্রপারলি উপজেলার খারনৈ এলাকার সন্তোষ ম্রং এর মেয়ে। সে উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখা থেকে এবার এসএসপি পরীক্ষা অংশগ্রহণ করেন। কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে এসে তিনি অসুস্থ হয়ে পড়েন।
কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এইচ এম ইলিয়াস জানান, প্রপারলি হাগিদক নামে পরীক্ষার্থী সকালে পরীক্ষা কেন্দ্রে আসার পর অসুস্থ হয়ে পড়ে। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের বিষয়টি জানালে তারা পরীক্ষা কেন্দ্রে এসে পরীক্ষার্থী চিকিৎসা সেবা দেন। ওষুধ সেবনের পরে ওই পরীক্ষার্থী ভুগোল বিষয়ে পরীক্ষা শেষ করেই আবার অসুস্থ হয়ে পড়ে। উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।